
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) সার্বিক সহযোগীতায় হারানো শিশু ফিরে পেলো তার নিজ পরিবার। শিশুটি ট্রেনযোগে এসে হারিয়ে ফেলে তার পরিবারকে। তার নাম, পিতা, মাতা, ও শহর নেত্রকোণা ছাড়া কিছু বলতে পারছিলেন না। এমন অবস্থায় শিশুকে নিয়ে সোশ্যাল মিডিয়াসহ থানায় যোগাযোগ করে তার পরিচয় সনাক্ত করে।
আজ ১আগষ্ট সোমবার সকালে শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ।
শিশুটির আসল নাম মোঃ আশরাফুল (১১) পিতা সফিকুল গ্রাম-পলাশপাড়া থানা দুর্গাপুর জেলা নেত্রকোনা।
জানাযায়, হারানো ছেলেটি ঢাকা থেকে ট্রেনযোগে ময়মনসিংহ রেল স্টেশনে এসে গন্তব্যহীন হয়ে পড়ে। কোতোয়ালী মডেল থানা পুলিশ শিশুকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন থানায় যোগাযোগ করে তার পরিচয় সনাক্ত করে প্রকৃত অভিভাবকের নিকট আজ সকালে বুঝিয়ে দেন।
Leave a Reply