রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ পুলিশ সুপার, গাইবান্ধা নির্দেশনা মোতাবেক আরজু মোঃ সাজ্জাদ হোসেন, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোহাম্মদ মুরাদ হোসেন, পলাশবাড়ী থানা, গাইবান্ধা সঙ্গীয় অফিসার ফোর্স পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে জনৈক রমজান আলীর দোকানের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ১৮/০৮/২০২৩খ্রিঃ তারিখ ১৫.১০ ঘটিকার সময় সৈয়দপুর টু শাহাজাদপুরগামী “মীম ঐশী” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নম্বর সিরাজগঞ্জ-ব-১১-০০৯১ থামিয়ে চেকিং করা কালে ১। মোছাঃ মায়া খাতুন(৪২), স্বামী-মৃত আব্দুল লতিফ, সাং-রেশমবাড়ী, পোষ্ট-পোতাজিয়া, থানা- শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ আশরাফুল মীর(২৩), পিত-সাইদুল মীর, সাং-ধোলাউড়ি, থানা-সাথিয়া, জেলা-পাবনাদ্বয়ের হেফাজত হইতে ০১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং একই তারিখ ১৫.৪০ ঘটিকার সময় অটোরিক্সার যাত্রী মোঃ আব্দুল আজিজ(২২), পিতা- নুরুজ্জামান, সাং- গোড়ল চৌপতি, থানা- কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট এর হেফাজত হইতে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় ।উপরোক্ত দুটি ঘটনার প্রেক্ষিতে ০২টি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হইতেছে।
পুলিশ সুপার সার্বিক দিক-নির্দেশনায় গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
Leave a Reply