গাজীপুরে বিএনপি নেতা বাচ্চু জামিনে মুক্ত
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম বাচ্চু বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এ সময় কারাফটকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। গত ২৪ নভেম্বর গাজীপুর মহানগরীর ধীরাশ্রম থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। ডা. বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে এলাকায় প্রচার চালিয়েছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় প্রতিটি দলীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। বিএনপি নির্বাচনে অংশ নিলে দল থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও ছিল।
Leave a Reply