
গাজীপুরের শ্রীপুর উপজেলা ভুমি অফিস থেকে আটক মিজানুর রহমান মিজান(২৩) নামে এক ভুয়া র্যাবের সহকারী কর্নেলকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ রায় দেন।
মিজান কিশোরগঞ্জের পাকুইন্দা উপজেলার জামালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেহেনা আক্তার বলেন, মিসকেস শুনানির সময় যুবকটি অফিসে প্রবেশ করে সরকারী কাজে বাধা ও নিজেকে র্যাবের সহকারী কর্ণের পরিচয় দেয়। তার দেয়া তথ্য যাচাই বাছায়ে কোন সত্যতা পাওয়া যায়নি। পরে তাকে একমাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভুঁইয়া জানান, প্রতারণা ও সরকারী কাজে বাধা দেওয়ায় যুবককে থানা হেফাজতে আনা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply