
বাংলা টপ নিউজবিডি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সেখানের মুক্তিযোদ্ধা সন্তানের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
রোববার (২৮ আগষ্ট) দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাবে অনুষ্টিত সংবাদ সম্মেলনে প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদ করেছেন মুক্তিযোদ্ধা সন্তান ও হকনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজল আহমেদ।
তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন কমান্ডারের পুত্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন ‘ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু অনলাইন পোর্টালে আমাদের নাম জড়িয়ে অহেতুক প্রপাগাণ্ডা ছড়ানো হয়েছে যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, এক পুলিশ সদস্য মোশাররফ হোসেন ওরফে মোবারক এর বিরুদ্ধে কে বা কাহারা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছে তা তাদের জানা নেই। কিন্তু মোশাররফ হোসেন ওরফে মোবারক তার এসব তদন্তাধীন বিষয় আড়াল করার অসৎ উদ্দেশ্যে নামে বেনামের বিভিন্ন অনলাইন নিউজে আমাদের পরিবারের লোকজন এবং আমার ভাই পুলিশ সদস্য নজরুলের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করাচ্ছে। কোনো প্রকার প্রমাণ ছাড়াই আমাদের উপর দোষ চাঁপিয়ে বেড়াচ্ছে। এতে অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি।
মোশাররফের এসব বিষয়ে আমার ভাই পুলিশের এএসআই নজরুল কিংবা আমাদের পরিবারের কারও কোন সম্পৃক্ততা নেই। অথচ মোশাররফ হোসেন ওরফে মোবারক তার বিরুদ্ধে করা অভিযোগের সন্দেহের তীর আমাদের দিকেই ছুড়ে ঘটনা ধাঁমাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে।
মোবারক ও তার আত্মীয় স্বজন নানাভাবে আমাদের হুমকি-ধামকি দিয়ে হয়রানীমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি বড় ভাইয়ের নাম ও সনদ ব্যবহার করে ছোট ভাইয়ে পুলিশে চাকুরীর অভিযোগ উঠেছে এএসআই মোশাররফ ওরফে মোবারকের বিরুদ্ধে। অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় দেশের শীর্ষ গণমাধ্যম সহ ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে। এতে অনুসন্ধানী সংবাদ কর্মীদের প্রশ্নের জবাব দিতে হয়েছে এলাকার অনেক মানুষকে। এসব বিষয় থেকে প্রতিহিংসা মূলক মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করার চেষ্টায় লিপ্ত রয়েছেন এএসআই মোশাররফ ওরফে মোবারক।
Leave a Reply