প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের নির্বাচনী এলাকায় প্রথম সফরে এসে ফুলে ফুলে সিক্ত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব
মোঃ কবির হাওলাদার
স্টপ রিপোর্টার
পটুয়াখালী জেলার রাঈাবালী উপজেলা শুক্রবার সকাল ১১টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ কালে তাকে ফুলেল শুভেচছা জানান আওয়ামী লীগ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা। মত বিনিময় সভা শেষে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান ও রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি সিকদার জোবায়ের হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, দূর্যোগপ্রবণ সর্বদক্ষিণ উপকূলে আমার জন্ম। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বাছাই করেছেন। আমি নিজে ছোট বেলা থেকে দূর্যোগের সঙ্গে যুদ্ধ করে বেড়ে উঠেছি। তাই দূর্যোগ কবলিত মানুষের দুঃখ বুঝি। সুতরাং দূর্যোগের কবল থেকে মানুষের জান মাল রক্ষায় পরিকল্পিত উন্নয়ন করা হবে।
Leave a Reply