ভিক্টোরিয়া হাইস্কুলের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ রেজাউল করিম খান
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি-২০২৪) সকালে অত্র বিদ্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা, পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মশাল পরিভ্রমণ, ডিসপ্লে ও নৃত্য পরিবেশন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী এ সময়ে অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষাবান্ধব সরকার। স্মার্ট
বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীদেরকে ভালো করে পড়ালেখা করে সুশিক্ষিত হয়ে ভালো মানুষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধূলা সাহিত্য সংস্কৃতির চর্চা করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে রোধে কাজে করতে হবে এবং সকল ধরনের অপরাধ কর্মকান্ড বন্ধে সকলকে সহযোগিতা করতে হবে। আমাদের সন্তানদের প্রতি অভিভাবক ও শিক্ষকদের নজর রাখতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস তাদেরকে ভালো করে পড়তে এবং লালন করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আফছার আলী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ বদরুল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও ভিক্টোরিয়া হাইস্কুলের কমিটির সদস্য মোঃ নূরুল হক।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন, সহকারি শরীরচর্চা শিক্ষক মোঃ রাশিদুল হাসান অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহিদ হাসান শান্ত, মোঃ খালেকুজ্জামান খান, এস.এস.মমিনুল ইসলাম, মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুল হালিম সেখ, মির্জা মোঃ গোলাম মোস্তফা, পারভীন খাতুন, সাইফুল ইসলাম,, ইমা সহ অন্যারা।
এসময়ে অনুষ্ঠানে স্কুলের সহ প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, রকিবুল ইসলাম, সহকারী শিক্ষক অচিন্ত কুমার মন্ডল, সাইফুল ইসলাম, পারভীন খাতুন, জিয়াসমিন সুলতানা, নাজমা খাতুন, শামীম হোসেন, সানজিদা আকতার, শিউলী খাতুন, তাহমিনা খাতুন পূর্ণিমা সরকার, হাবীবুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কমচারীগন সকল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ সকল প্রতিযোগীরা, সুধীজন, গুনীজনের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করেন, স্কুলের শিক্ষার্থীরা। উল্লেখ্য, এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ১’শ ২’শ, ৪’শ, মিটার, দৌড়, লাফধাপজোড়, উচ্চ লম্ফ, রশি ঘুড়ানো, মিউজিক চেয়ার, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড়, ভারাসাম্য দৌড়, এবং মোড়গের লড়াইসহ ৩০টি ইভেন্টে খেলাধূলা আগেই সম্পন্ন করা হয়।
Leave a Reply