শিরোনাম :
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন গলাচিপায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পীরা কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা রূপনগর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইলে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তি ৪০ বছর পর জামায়াত নেতার হাতধরে ১০ হাজার মানুষের ভোগান্তির অবসানের বার্তা।

রাজশাহীর গোদাগাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধোর করে- থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমতলী (ডুমুরিয়া), এলাকায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে ২ বছরের শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। ঐ শিশুর নাম আঁখি খাতুন। সে প্রেমতলী (ডুমুরিয়া) গ্রামের রাকিব হাসানের মেয়ে।

অভিযোগ সুত্রে জানাযায়, গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) বাড়ির পাশে রাখা মাটি নিয়ে ছোট্ট শিশু আঁখি খেলা করছিল। এমতবস্থায় পাশের বাড়ির আরশাদ আলীর ছেলে মোঃ দেলোয়ার ঐ শিশুটিকে বকাঝকা করে মারতে আসে। বিষয়টি ঐ শিশুর বাবার নজর পড়লে এর প্রতিবাদ করে এবং কেন মারতে আসছে জানতে চান। এতে দেলোয়ার ক্ষিপ্ত হয়ে রাকিবের উপর চড়াও হয় এবং তার ভাই আতু সহ কয়েকজনকে ডেকে নেই। এরপর রাকিব ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে মারতে ধেয়ে যায়। সেসময় বিবাদীরা রাকিব তার পরিবারকে মারতে না পেরে পরের দিন অর্থাৎ
গত ১৬ সেপ্টেম্বর সকাল ৮.৪৫ মিনিটে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হলে, রাকিব দেখতে পাই তার বসত বাড়ির সীমানা তুলে তাদের অংশে বাঁশ পুতে দিচ্ছে। রাকিব সেখানে বাধা দিতে গেলে তারা রাকিব সহ পরিবার তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
বিষয়টি নিয়ে রাকিব স্থানীয় মেম্বারের কাছে জানাতে গেলে বিবাদীরা পথরোধ করে এবং মারধর করে সাইকেলসহ রাকিবকে মাটিতে ফেলে দেই। সেসময় বাঁশের লাঠি দিয়ে বিবাদীরা পেটাতে থাকে এবং রাকিবের বাম পাশের বাহুতে কামড় বসিয়ে দেই। তার বোনকেও বাঁশের লাঠি দিয়ে পেটাতে থাকে এবং বাম হাতের আঙ্গুলে কামড় দিলে আঙুল যখম হয়ে যায়। একপর্যায়ে বোন জ্ঞান হারিয়ে ফেলে। ছোট ভাইকে বাশেঁর লাঠি দিয়ে মাথা, মাজায় পেটায় এবং হাতের আঙ্গুলে কামড় দেই। মা বাঁচাতে গোলে তাকেও আঘাত করে, এবং বিবস্ত্র করে।
ঐ অভিযেগে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠিয়েছে। এসময় কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজন দেখে হাসপাতালে ভার্তি নেন চিকিৎসার ব্যবস্থা করেন।
এরপর রাকিব ৪ জনের নাম উল্লেখ করে গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

বিষয়টি নিয়ে অভিযুক্ত দেলোয়ারের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এমন তুচ্ছ ঘটনান বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ এর নিকট জানতে চাইলে তিনি বিষয়টি স্বিকার করেন। তিনি বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তধীন আছে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com