শিরোনাম :
শত বছরের পুরাতন পুকুর ভরাটে প্রশাসনের নীরবতা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আখাউড়ায় ৫৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার ঝিনাইদহ -০৪ আসনে কালীগঞ্জের মাটিতে অতিথি পাখির ঠাই নাই বললেন স্থানীয় নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার। গণপূর্তের “গডফাদার” আতিক: কোটি কোটি টাকার টেন্ডার ও পোস্টিং নেটওয়ার্কের কর্ণধার শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার: ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু।

শ্রীপুরে প্রতিবন্ধী দুই ভাইয়ের ভালোবাসার সংসার

শামীম আল মামুন 
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২২১ বার পঠিত

প্রতিবন্ধী দুই ভাই নছু মিয়া ও রমিজ উদ্দিন এবং তাঁদের স্ত্রী।

সংসার জীবনের ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত শারীরিক প্রতিবন্ধী দুই ভাই নছু মিয়া ও রমিজ উদ্দিন। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও দুজনের সংসারে সুখের কোনো কমতি নেই। জীবনকে ঢেলে সাজাতে প্রতিবন্ধী দুই ভাই বিয়ে করেছেন কমলা সুন্দরী ও আনোয়ারা নামের দুই নারীকে। সংসার জীবনের তিন যুগেও তাঁদের ফাটল ধরেনি। প্রতিবন্ধী স্বামী সন্তান নিয়ে বেশ সুখে আছেন বলে জানান ওই দুই নারী।

প্রতিবন্ধী দুই ভাই নছু মিয়া ও রমিজ উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মুন্সি পাড়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। পৃথিবীতে যখন পান থেকে চুন খসলেই নষ্ট হচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক, সেখানে প্রতিবন্ধী দুই স্বামীকে নিয়ে সংসার গড়ার অনবদ্য নজির রেখে চলেছেন কমলা সুন্দরী ও আনোয়ারা নামের দুই নারী।

শারীরিক ঘাটতি থাকলেও তাঁদের ভালোবাসার কোনো ঘাটতি নেই। আমাদের সমাজের আট-দশজনের মতো নয় তাঁদের জীবন। জীবনের পরতে পরতে রয়েছে বাধা আর প্রতিবন্ধকতা। সকল প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে বেড়িয়ে এসে চলছে তাঁদের দুজনের সুখের সংসার।

ষাটোর্ধ্ব নছু মিয়া বলেন, ‘বর্তমান সমাজ সংসারের দিকে তাকালে পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার আমার। আমি শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও চল্লিশ বছরের সংসার জীবনে একদিনের জন্য মনে করিয়ে দেয়নি আমার স্ত্রী কমলা সুন্দরী। সংসার জীবনে ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি। সব সময় জ্বলছে সুখের আলো। এই আলো যেন আমৃত্যু আমাদের সংসারে থাকে সেই দোয়া চাই সবার কাছে।

নছু মিয়ার স্ত্রী কমলা সুন্দরী বলেন, ‘আমি একজন নারী হিসেবে একজনের স্ত্রী হব এটাই সঠিক। স্বামীকে আমি স্বামীর মতো করেই শ্রদ্ধা আর সম্মান করি। আর এটাই আমার সংসার। আমাদের সংসার জীবনে কোনো দিন পারিবারিক কলহের সৃষ্টি হয়নি।

ছোট ভাই রমিজ উদ্দিন জানান, সন্তানদের বিয়ে দিয়েছেন ও করিয়েছেন। দশজনের কাছে হাত পেতেই চলে তাঁদের সংসার।

এখন বয়সের ভারে নছু মিয়া নুয়ে পড়েছেন অনেকটাই। শারীরিক নানা জটিলতার সঙ্গে প্রতিনিয়তই সংগ্রাম করে বেঁচে আছেন তিনি। কিন্তু মহাবিস্ময়ের বিষয় হলো তাঁর স্ত্রী তাঁর শারীরিক প্রতিবন্ধী স্বামীর চলার অন্যতম শক্তি। বিয়ের পর থেকে এখন পর্যন্ত ভালোবাসায় বাঁধনে ধরে রেখেছেন তিনি।

এ বিষয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হয়েও আজ ওঁরা দুই ভাই বর্তমান সময়ে সমাজ সংসার জীবনের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। ইউনিয়ন পরিষদ প্রতিদিন শত শত সংসারের বিভিন্ন সমস্যা সমাধান করতে হয়। যার বেশির ভাগ পারিবারিক কলহ। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। কিন্তু নছু মিয়া আর রমিজ উদ্দিনের বেলায় পুরোপুরি উল্টো। আমি তাদের সংসার জীবনের সাফল্য কামনা করছি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী দুই পরিবার সরকারি সকল ধরনের সুবিধা পাচ্ছে। তাঁদেরকে সরকারের পক্ষে সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com