শিরোনাম :
টঙ্গীতে তুলার গোডাউনে বিশাল অগ্নুৎপাত ভোলায় জলসিঁড়ির জমজমাট ষষ্ঠ আসর অনুষ্ঠিত কসবায় সাংবাদিকদের মিলন মেলা ও বনভোজন: ঐক্যের আহ্বানে এক অনন্য দিন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকারে ঐক্যবদ্ধ নতুন নেতৃত্বের অঙ্গীকার **চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন— “তারেক রহমান জনগণের হৃদয়ের কথা জানেন”** আশুগঞ্জে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ১/১১ হবে : রাশেদ খান জলঢাকায় বন্ধু মহলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণ।

এ উপলক্ষে সকালে শহরের কলেজপাড়ার দুর্গা মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কলেজপাড়া সনাতন সংঘের সভাপতি বীরেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক আশীষ কুমার রায় প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সাংবাদিক দীপক কুমার পালসহ অন্যান্যরা।

অপরদিকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রাটি শহরের কালিবাড়ি মন্দির চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ভিএইড রোডস্থ কালিবাড়ি নাট মন্দির চত্বরে জন্মষ্টমী উদযাপন উপ-কমিটির আহবায়ক বিমল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, পৌরসভার সাবেক মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য রণজিৎ বকসী সূর্য্য, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক হামিদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com