শিরোনাম :
মনপুরার ইতিহাসে ভয়াবহ বজ্রপাত কাকড়া শিকারীর মৃত্যু, ছয়টি গরু ও একটি মহিষের প্রাণহানি মনপুরায় বিএনপির দুই গ্রুপের পৃথকভাবে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জামালপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী জলঢাকায় জুলাই ৩৬ বিজয় মেলার শুভ উদ্বোধন। ধনবাড়ীতে ওএমএস এর মাধ্যমে আটা বিক্রয় কার্যক্রম শুরু কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আগস্টের শহীদদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি র (৪৭)- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। দুর্গাপুরে সিএনজি ও ভুটভুটির সংঘর্ষে নিহত ১ দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনপুরার ইতিহাসে ভয়াবহ বজ্রপাত কাকড়া শিকারীর মৃত্যু, ছয়টি গরু ও একটি মহিষের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলার মনপুরায় আজ বিকেলে ঘটে গেছে ভয়াবহ বজ্রপাতের ঘটনা। বিকাল ৩টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর বিকাল ৩টা ২০ মিনিটে শুরু হয় প্রবল ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাত। প্রায় আধাঘণ্টারও বেশি সময় ধরে বজ্রপাত চলতে থাকায় পুরো দ্বীপজুড়ে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ।

এ ঘটনায় প্রাণ হারান ৫নং কলাতলী ইউনিয়নের কাজিরচরের কাকড়া শিকারি জীবন দাস (৫০)। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত জীবন দাস কলাতলী হিন্দু আবাসনের বাসিন্দা ছিলেন।

শুধু মানুষ নয়, বজ্রপাতে গবাদিপশুও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় ছয়টি গরু ও একটি মহিষ মারা গেছে। এর মধ্যে

২নং হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়া উদ্দিনের তিনটি গরু,

৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোকেশনাল স্কুলের পাশে জাকির ও ইয়াসিনের দুটি গরু,

এবং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার ব্যবসায়ী মো. শামসুদ্দিনের একটি মহিষ বজ্রাঘাতে মারা যায়।

স্থানীয়রা জানান, একটানা এত দীর্ঘ সময় বজ্রপাত তারা আগে কখনো দেখেননি। বজ্রপাতের প্রচণ্ড শব্দে নারী-পুরুষ সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এমন ঘটনায় মানুষকে সচেতন করতে স্থানীয় প্রশাসনের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নিলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com